প্রশ্ন
পড়ালেখায় অলসতা করলে কি গুনাহ হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
যদি বৈধ বিষয়ের পড়ালেখা হয় তাহলে তাতে অলসতা করা উচিত হবে না। এর কারণে সময়কে নষ্ট করা হয়। আর হাদিস শরিফে রাসূল (সা.) বলেন-
اغتنم خمسًا قبل خمس : شبابك قبل هرمك ، وصحتك قبل سقمك ، وغناك قبل فقرك ، وفراغك قبل شغلك ، وحياتك قبل موتك .
‘পাঁচটি বিষয়ের পূর্বে পাঁচটি বিষয়কে গনীমত মনে কর। বার্ধক্যের পূর্বে যৌবন। অসুস্থতার পূর্বে সুস্থতা। দরিদ্রতার পূর্বে ধনাঢ্যতা। ব্যস্ততার পূর্বে অব্যস্ততা। মৃত্যুর পূর্বে জীবন।’ [সুনানে কুবরা, নাসায়ি, ২/২২৫]
তাই অলসতা ত্যাগ করে ভালো করে পড়াশোনা করতে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم