প্রশ্ন
আমাদের এলাকায় কদিন পূর্বে একটি বিবাহ হয়েছে। বিয়ের পর স্বামী স্ত্রীকে উঠিয়ে নেয়নি। তাদের মধ্যে নির্জনবাসও হয়নি। এরই মধ্যে মেয়েটি মারা যায়। এখন কি মেয়েটির মিরাসে তার মহর যুক্ত হবে? যুক্ত হলে আংশিক মহর না পূর্ণ মহর?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
নির্জনবাসের পূর্বে স্ত্রী মারা গেলেও সে পূর্ণ মহর পাবে। সুতরাং স্ত্রীর মিরাসের মধ্যে তার মহরও যুক্ত হবে এবং পূর্ণ মহরই যুক্ত হবে।
আল আওসাত ৮/৩৬৯; বাদায়েউস সানায়ে ২/৫৮৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم