প্রশ্ন
গতকাল আমি সাহরি খাওয়ার সময় খেয়াল না করে সাহরি খেয়ে ফেলি। পরে দেখি, তখন সাহরি খাওয়ার সময় শেষ। এখন কি আমার ঐ রোজার কাযা–কাফফারা করতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
না, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাকে শুধু কাযা আদায় করতে হবে। কাফফারা আদায় করতে হবে না। বিশিষ্ট তাবেয়ি সাঈদ ইবনে জুবাইর (রহ.) বলেন-
عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ ، قَالَ : إذَا أَكَلَ بَعْدَ طُلُوعِ الْفَجْرِ مَضَى عَلَى صِيَامِهِ ، وَقَضَى يَوْمًا مَكَانَهُ.
‘যদি কেউ সুবহে সাদিক হওয়ার পর খানা খেয়ে ফেলে তখন সে যেন ঐ দিন পানাহার থেকে বিরত থাকে এবং অন্য একদিন একটি রোযা কাযা করে নেয়।’ [মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস: ৯১৩৪]
কিতাবুল আসল ২/১৮৭; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৩৫৭; আদ্দুররুল মুখতার ২/৪০৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم