প্রশ্ন
আমাদের এলাকার এক মুসলিম যুবক একটি হিন্দু নারীর সাথে প্রেম করে বিবাহ করে ফেলেছে। এখন আমরা কী করতে পারি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
মুশরিক নারীদেরকে বিবাহ করা বৈধ নয়। কুরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেন-
وَلَا تَنْكِحُوا الْمُشْرِكَاتِ حَتَّى يُؤْمِنَّ
‘মুশরিক নারীগণ যতক্ষণ পর্যন্ত ঈমান না আনে ততক্ষণ তাদেরকে বিবাহ করো না।’ [সূরা বাকারা, আয়াত: ২২১]
তাই অতিসত্বর তাদেরকে পৃথক হয়ে যেতে বলতে হবে এবং পূর্বের কৃতকর্মের জন্য ঐ ব্যক্তিকে তাওবা করতে হবে। এ ছাড়া স্থানীয়ভাবে আইনানুগ কোন কিছু করার থাকলে তা করা যেতে পারে।
রদ্দুল মুহতার ৩/১৩১, ১৩২; আলমাওসূআতুল ফিকহিয়্যাহ ৮/১২৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم