প্রশ্ন
তাকবীরে তাশরীক কতবার বলা সুন্নত? একবার না তিনবার?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
তাকবীরে তাশরীক একবার বলা ওয়াজিব। এবং এটাই সুন্নতসম্মত পন্থা। একবারের বেশি বলার প্রমাণ হাদিস-আসারে পাওয়া যায় না। তবে কেউ চাইলে ওয়াজিব বা সুন্নত মনে না করে একবারের বেশিও পড়তে পারবে।
ইবরাহীম নাখায়ি (রহ.) বলেন, ‘সাহাবায়ে কেরাম আরাফার দিন নামাযের পর উক্ত তাকবীর বলতেন।’ [মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ৫৬৯৬]
ফাতাওয়া হিন্দিয়া ১/১৫২; আদ্দুররুল মুখতার ২/১৭৭; আলবাহরুর রায়েক ২/১৬৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم