প্রশ্ন
তাকবীরে তাশরীক কয়বার বলতে হয়। কেউ বলেন, তিনবার বলা সুন্নত, কেউ বলেন, তিনবার বলা বিদআত। কোনটা সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
তাকবীরে তাশরীক অর্থাৎ
الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد.
একবার বলা ওয়াজিব। তিনবার বলা সুন্নতও নয় আবার মুস্তাহাবও নয়। সাহাবায়ে কেরাম থেকে একবার বলার কথাই পাওয়া যায়। তবে কেউ যদি জরুরি মনে না করে তিন বার বলে তাহলে তাতেও কোন সমস্যা নেই।
ইবরাহীম নাখায়ি (রহ.) বলেন, ‘সাহাবায়ে কেরাম আরাফার দিন নামাযের পর উক্ত তাকবীর বলতেন।’ [মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ৫৬৯৬]
ফাতাওয়া হিন্দিয়া ১/১৫২; আদ্দুররুল মুখতার ২/১৭৭; আলবাহরুর রায়েক ২/১৬৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم