প্রশ্ন
রূপার দর একেক স্থানে একেক রকম হয়ে থাকে। এখন রূপার যাকাত আদায় করতে গেলে কোন স্থানের দর ধরা হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
যদি একই দেশে বিভিন্ন ধরনের দর থাকে তাহলে যাকাতদাতা যে স্থানে অবস্থান করছেন সে স্থানের মূল্য ধরা হবে। অন্য স্থানের মূল্য ধর্তব্য হবে না।
আদ্দুররুল মুখতার ২/২৮৬; ফাতহুল কাদীর ২/১৬৭; আলবাহরুর রায়েক ২/২২৯;
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم