প্রশ্ন
রাসূল (সা.) এর ব্যাপারে হাজির–নাজির আকিদা রাখা কেমন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
রাসূল (সা.) এর ব্যাপারে হাজির-নাজির আকিদা রাখা কুরআন-হাদিস বিরোধী আকিদা। হাজির-নাজির কেবল আল্লাহ তাআলাই হতে পারেন। নিম্নের হাদিসটি লক্ষ করুন-
عن أبى هريرة ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : ” لا تجعلوا بيوتكم قبورا ، ولا تجعلوا قبري عيدا وصلوا علي فإن صلاتكم تبلغني حيث كنتم
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল (সা.) ইরশাদ করেছেন-
‘তোমরা তোমাদের ঘরকে কবর বানিয়ো না এবং আমার কবরকে উৎসবের স্থান বানিয়ো না। তোমরা আমার উপর দরুদ পড়। কারণ তোমরা যেখান থেকেই দরুদ পড় আমার কাছে তা পৌঁছিয়ে দেয়া হয়।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২০৪২]
যদি রাসূল (সা.) হাজির-নাজিরই হতেন তাহলে তো তার কাছে দরুদ পৌঁছানোর প্রয়োজন ছিল না। তাই এমন আকিদা রাখা যাবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم