প্রশ্ন
আমি ব্যবসা করে আমার জীবিকা নির্বাহ করতে চাই। আমি জানতে চাচ্ছি, ইসলামে ব্যবসার কোন ফযিলত আছে কি?
উত্তর
জীবিকা নির্বাহের জন্য যে কেউ যে কোন বৈধ পন্থা অবলম্বন করতে পারে। কেউ ইচ্ছা করলে ব্যবসাকেও জীবিকা নির্বাহের মাধ্যম বানাতে পারে। ব্যবসা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন-
وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ
‘আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন।’ [সূরা বাকারা, আয়াত: ২৭৫]
রাসূল (সা.) বলেন-
التَّاجِرُ الصَّدُوقُ الأَمِينُ مَعَ النَّبِيِّينَ، وَالصِّدِّيقِينَ، وَالشُّهَدَاءِ.
‘সৎ ও আমানতদার ব্যবসায়ীগণ হাশরের দিন নবী, শহীদ ও সত্যবাদীদের সঙ্গে অবস্থান করার সৌভাগ্য অর্জন করবে।’ [সুনানে তিরমিযি, হাদিস: ১২৫২]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم