প্রশ্ন
এক সময় শুনতাম, এক মাসের কম বাইয়ে সালাম জায়েয নেই। কিন্তু এখন কারও কারও মুখে শুনি, এক মাসের কমও বাইয়ে সালাম জায়েয। সঠিক কোনটি?
উত্তর
অনেক ফুকাহায়ে কেরাম বলেছেন, বাইয়ে সালামের ক্ষেত্রে সর্বনিম্ন এক মাস সময়ের মেয়াদ থাকতে হবে। আবার কেউ কেউ বলেছেন, এক মাসেও কম হলেও জায়েয আছে। তবে বর্তমান ব্যবসায়ীদের ব্যাপক প্রচলনের কারণে এখনকার বিজ্ঞ ফকীহগণ এক মাসের কম সময়ে বাইয়ে সালাম করাকেও জায়েয বলে থাকেন।
মাজাল্লা মাজমাউল ফিকহিল ইসলামী, নবম সংখ্যা ১/৩৮৭, ৬৪৩, ৬৫১; ইমদাদুল ফাতাওয়া ৩/২১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم