প্রশ্ন
আমাদের গ্রামের এক এক দম্পত্তি মোবাইলে কয়েকজন পুরুষকে সাক্ষী রেখে বিবাহ করেছে। তাদের একটি সন্তানও আছে। প্রশ্ন হচ্ছে, তাদের বিয়ে কি সহিহ হয়েছে এবং ঐ সন্তান কি বৈধ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
প্রশ্নোক্ত পদ্ধতিতে বিবাহ সহিহ হয় না। তাই তাদের কর্তব্য হচ্ছে, নতুন করে মোহর ধার্য করে সরাসরি বিবাহ সম্পন্ন করা।
তবে তাদের সন্তানটি বৈধ হিসেবে বিবেচিত হবে।
ফাতাওয়া হিন্দিয়া ১/২৯৪, ১/৩৬৯; আদ্দুররুল মুখতার ৩/৫১৬; ফাতাওয়া তাতারখানিয়া ৪/৩৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم