প্রশ্ন
ওজুর শুরুতে বিসমিল্লাহ বলা কি সুন্নত?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
ওজুর শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত ও ফযিলতপূর্ণ। আনাস (রা.)-এর সূত্রে নির্ভরযোগ্য বর্ণনায় এসেছে, নবি কারিম (সা.) বলেছেন, তোমরা আল্লাহর নামে ওজু শুরু কর। [সহিহ ইবনে খুযাইমা,হাদিস: ১৪৪]
আরেক হাদিসে রাসূল (সা.) বলেন-
‘ঐ ব্যক্তির নামায হবে না, যার ওজু নেই। আর ঐ ব্যক্তির ওজু হবে না (অর্থাৎ ওজুর সওয়াব পাবে না), যে ওজুর শুরতে আল্লাহর নাম পাঠ করবে না।’ [মুসতাদরাক হাকিম, হাদিস: ৫৩৪]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم