প্রশ্ন
আমার দাদু ঠিকমত কুরআন পড়তে পারে না। তবে তিনি চেষ্টা করেন। এতে তার কেমন সাওয়াব হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
আপনার দাদুর জন্য আল্লাহ তাআলা সবকিছু সহজ করে দিক। কষ্ট করে তেলাওয়াত করলে তো তার জন্য আরও বেশি সাওয়াব। হাদিস শরিফে এসেছে, রাসূর (সা.) বলেন-
الْمَاهِرُ بِالْقُرْآنِ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ وَالَّذِى يَقْرَأُ الْقُرْآنَ وَيَتَتَعْتَعُ فِيهِ وَهُوَ عَلَيْهِ شَاقٌّ لَهُ أَجْرَانِ
‘যারা কুরআন তেলাওয়াতে পারদর্শী তারা থাকবে সম্মানিত ও অনুগত ফেরেশতাদের সাথে। আর যদি খুব কষ্ট করে আটকে আটকে পড়ে তারা দ্বিগুণ সাওয়াব পাবে।’ [সহিহ মুসলিম, হাদিস: ১৮৯৮]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم