প্রশ্ন
হজ্বের মাঝে কোন সময় যে ইজতিবা করতে হয়। আমি জানতে চাচ্ছি, ইজতিবা মানে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
ইজতিবা অর্থ হজ্বের মধ্যে তাওয়াফের সময় শরীরের চাদর ডান বগলের নিচ দিয়ে বের করে বাম কাঁধের উপর রাখা। হাদিস শরিফে এসেছে-
عن بن جريج عن عبد الحميد عن بن يعلى عن أبيه أن النبي صلى الله عليه وسلم طاف بالبيت مضطبعا وعليه برد
অর্থাৎ রাসূলে কারিম (সা.) বাইতুল্লাহর তাওয়াফ করেছেন। (পূর্ণ) তাওয়াফে ইজতিবা অবস্থায় ছিলেন। (জামে তিরমিযি, হাদিস: ৮৫৯)
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم