প্রশ্ন
এক ব্যক্তি পতিতালয়ে গিয়ে ব্যভিচার করেছে। কিন্তু টাকা না দিয়ে ধোঁকা দিয়ে চলে এসেছে। এখন তার মধ্যে বুঝ এসেছে। সে জানতে চায়, তার কি ঐ টাকা পরিশোধ করতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ব্যভিচার করা কবিরা গুনাহ। আর এর আয়ও হারাম। তাই আপনাকে এখন খাঁটি মনে তাওবা ও ইস্তেগফার করতে হবে। তবে ঐ টাকা আদায় করতে হবে না। হাদিস শরিফে এসেছে-
عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ” كَسْبُ الْحَجَّامِ خَبِيثٌ وَثَمَنُ الْكَلْبِ خَبِيثٌ وَمَهْرُ الْبَغِيِّ خَبِيثٌ ” .
রাফি ইবন খাদীজ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, হাজ্জামের উপার্জন নিকৃষ্ট, কুকুর বিক্রির মূল্যও নিকৃষ্ট এবং ব্যভিচারী স্ত্রীলোকের আয়ও নিকৃষ্ট। [সুনানে আবু দাউদ, হাদিস: ৩৩৮৬]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم