প্রশ্ন
হজ্বের সময় মিনায় কোন সময় অবস্থান করতে হয়?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
৮ইমাম যোহর, আসর, মাগরিব, ইশা ও ফজর মিনায় পড়বেন। এরপর মিনা হতে আরাফায় রওয়ানা করবেন।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৪৭৬০]
যিলহজ্ব জোহর থেকে পরদিন ফজর পর্যন্ত মিনায় অবস্থায় করা সুন্নত। হাদিস শরিফে এসেছে, আবদুল্লাহ ইবনে যুবায়ের (রা.) বলেন-
إِنَّ مِنْ سُنَّةِ الْحَجِّ ، أَنَّ الإِمَامَ يُصَلِّي بِمِنًى الظُّهْرَ وَالْعَصْرَ ، وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ وَالْفَجْرَ ، ثُمَّ يَغْدُو.
‘সুন্নত হল মানাসিক ১০৪; গুনইয়াতুন নাসিক ১৪৬; রদ্দুল মুহতার ২/৫০৩)
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم