প্রশ্ন
আমরা যে নামাজে রুকুতে বা সেজদাতে তাসবীহ পড়ি, এটা সর্বনিম্ন কতবার পড়তে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নামাজে রুকু-সেজদার তাসবীহ ফরজ বা ওয়াজিব নয়। বরং সুন্নত। আর এটি সর্বনিম্ন তিনবার পড়ার কথা হাদিস শরিফে এসেছে।
আবদুল্লাহ বিন মাসউদ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
عن عبد اللهِ بْنِ مَسْعُودٍ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وآله وَسَلَّمَ: «إِذَا رَكَعَ أَحَدُكُمْ فَلْيَقُلْ ثَلَاثَ مَرَّاتٍ: سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ، وَذَلِكَ أَدْنَاهُ، وَإِذَا سَجَدَ فَلْيَقُلْ: سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى ثَلَاثًا، وَذَلِكَ أَدْنَاهُ» رواه أبو داود.
রাসূল (সা.) ইরশাদ করেন, তোমাদের কেউ যখন রুকু করে তখন সে যেন তিনবার سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ বলে। আর এটি হল সর্বনিম্ন সংখ্যা। আর যখন সাজদা করবে তখন যেন سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى তিনবার বলে। আর এটি হল সর্বনিম্ন সংখ্যা। ( আবু দাউদ, হাদিস: ৮৮৬)
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم