প্রশ্ন
আমার রুমমেট অনেক গান–বাজনা শুনে। তাকে বুঝালেও সে বুঝে না। এমতাবস্থায় কি তার সাথে থাকার কারণে আমার গুনাহ হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রুমমেট বাছাই করার সময় এমন রুমমেট বাছাই করা উচিত, যে পরহেজগার ও আল্লাহভীরু। তাহলে আর এ ধরনের সমস্যায় পড়তে হয় না। প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার কর্তব্য হচ্ছে তাকে বুঝাতে থাকা। তবে তার গান শুনার কারণে আপনার গুনাহ হবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন-
وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى
‘একের অন্যায় অন্যে বহন করবে না।’ [সূরা আনআম, আয়াত: ১৬৪]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم