প্রশ্ন
কুরআন পাঠ করতে গিয়ে এক স্থানে মসজিদে জিরার শব্দটি পেয়েছি। জানতে চাচ্ছি, মসজিদে জিরার কী জিনিস?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
উক্ত আয়াতের তাফসীরে মুফাসসিরগণ বলেছেন যে,
‘প্রত্যেক ঐ মসজিদকে মসজিদে জিরার বলে, যে মসজিদ মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণকরত, লোক দেখানোর জন্য, প্রসিদ্ধির জন্য, আল্লাহর সন্তুষ্টি ভিন্ন অন্য কোনো উদ্দেশ্যে কিংবা হারাম মাল দ্বারা নির্মাণ করা হয়েছে।’ [তাফসীরে যমখশারী ২/৩১০; তাফসীরে নিশাপুরী ৩/৫২৯]
সুতরাং, যে মসজিদই আল্লাহর সন্তুষ্টি ভিন্ন উক্ত উদ্দেশ্যের কোনো এক উদ্দেশ্যে নির্মাণ করা হবে, সে মসজিদকেই মসজিদে জিরার বলা হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم