প্রশ্ন
পৃথিবী সম্পর্কিত একটি বইয়ে কিছুদিন আগে পেলাম যে, হাদিসে এসেছে, পৃথিবী একটি পাথরের মাঝে অবস্থিত। আর পাথরটি একটি ষাড়ের শিংয়ের উপর অবস্থিত। ষাড়টি যখন নড়ে উঠে, তখন পাথর নড়ে উঠে। ফলে পৃথিবীতেও নড়াচড়া হয়। আর এটাই ভূকম্পন। জানতে চাচ্ছি, এটা কতটুকু সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নে উল্লেখিত এমন কথা কথা মানুষকে বলতে শোনা যায়। কিন্তু এ কথার কোনো ভিত্তি নেই। এটাকে হাদিস বলে চালিয়ে দেওয়া চরম পর্যায়ের মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। মুহাদ্দিসিনগণ একে বানোয়াট বলেছেন। ইবনুল কায়্যিম (রহ.) বলেন,
‘উক্ত কথাটি বানোয়াট ও ভিত্তিহীন।’ [আল মানারুল মুনিফ, পৃ. ৭৮, বর্ণনা: ১৩৭]
তিনি ছাড়া অন্যান্য মুহাদ্দিসিনগণও একে বানোয়াট ও জাল বলেছেন।
আল আসরারুল মারফুআ ফিল আখবারিল মাওযুআ, পৃ. ৪৫০; আল ইরাঈলিয়্যাত ওয়াল মাওযুআত, পৃ. ৩০৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم