প্রশ্ন
পৃথিবী কি একটি গরুর পিঠের উপর অবস্থিত?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কুরআন হাদিসের কোথাও গরুর পিঠের উপর পৃথিবী অবস্থিত থাকার কথা বলা হয়নি। তবে একটি হাদিস বর্ণিত হয়েছে যে, পৃথিবী একটি মাছের পিঠের উপর অবস্থিত। হাদিস শরিফে এসেছে, ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন,
وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ فَارْتَفَعَ بُخَارُ الْمَاءِ فَفُتِقَتْ مِنْهُ السَّمَاوَاتُ، ثُمَّ خَلَقَ النُّونَ فَبُسِطَتِ الْأَرْضُ عَلَيْهِ، وَالْأَرْضُ عَلَى ظَهْرِ النُّونِ فَاضْطَرَبَ النُّونُ فَمَادَتِ الْأَرْضُ
‘আল্লাহর আরশ ছিল পানির উপরে। তারপর তিনি পানির বাষ্প উঠিয়ে তা দ্বারা আসমান তৈরি করলেন। এরপর মাছ সৃষ্টি করলেন এবং তার পিঠে যমিনকে বিস্তৃত করে দিলেন। যমিন মাছের পিঠে। মাছ যখন নড়ে উঠে তখন যমিনও নড়েচড়ে উঠে।’ [মুসতাদরাকে হাকেম, হাদিস: ৩৮৪০]
হাদিসটিকে হাকেম আবু আব্দুল্লাহ নিশাপুরী (রহ.)-সহ অন্যান্য মুহাদ্দিসিনগণ সহিহ বলেছেন। তবে লক্ষ্য রাখতে হবে, এটা রাসূল (সা.)-এর কথা নয়। বরং এটা একটা মওকুফ হাদিস, যা ইবনে আব্বাস (রা.)-এর বক্তব্য। মুহাদ্দিসিনগণ বলেন, সম্ভবত তিনি এটা ইসরাঈলি রেওয়ায়েত থেকে গ্রহণ করেছেন। আর ইসরাঈলি রেওয়ায়েত বর্ণনা করা সঠিক হলেও তার উপর বিশ্বাস করা যাবে না।
কাজেই পৃথিবী একটি মাছে পিঠের উপরে আছে কিংবা গরুর পিঠের উপর অবস্থিত- বিষয়টি সঠিক নয়।
মুসতাদরাকে হাকেম ২/৫৪০; আল ইসরাঈলিয়্যাত ওয়াল মাওযুআত পৃ. ৩০৫; তাফসীরে কুরতুবী ১/২৫৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم