প্রশ্ন
হাই কমোডে ইস্তেঞ্জা করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হাই কমোডে ইস্তেঞ্জা করা মাকরূহ। কারণ তাতে দাঁড়ানোর সাথে সাদৃশ্যতা পাওয়া যায়। আর দাঁড়িয়ে ইস্তেঞ্জা করা মাকরূহ। তাছাড়া হাই কমোডে ইস্তেঞ্জা করলে সাধারণত নাপাক পানির ছিটা শরীরে বা কাপড়ে লেগে যায়। তাই তাতে ইস্তেঞ্জা করা থেকে বিরত থাকা উচিৎ। হাদিস শরিফে এসেছে রাসূল (সা.) বলেন,
استنزهوا من البول فإن عامة عذاب القبر منه
‘তোমরা পেশাবের অপবিত্রতার ব্যাপারে সতর্ক থাক। কারণ অধিকাংশ কবরের আযাব এর কারণে হয়ে থাকে।’ [সুনানে দারাকুতনী, হাদিস: ৪৭৬]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم