প্রশ্ন
আমাদের বন্ধুদের একটি সমিতি আছে। মাঝে মাঝে কোনো সদস্য যথাসময়ে সমিতির মাসিক নির্ধারিত ফি প্রদান করে না। জানতে চাচ্ছি, এমন ব্যক্তিদের উপর অতিরিক্ত ফি আরোপ করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নির্ধারিত সময়ে কেউ টাকা পরিশোধ না করলেও তার থেকে কোনো জরিমানা নেওয়া যাবে না। শরিয়ত এটিকে সমর্থন করে না। এটি জুলুমের নামান্তর। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَلَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ
‘আর তোমরা অন্যায়ভাবে পরস্পরের মাল গ্রাস করো না।’ [সূরা বাকারা, আয়াত: ১৮৮]
হাদিস শরিফে এসেছে,
‘রাসূল(সা.) বলেছেন: নিশ্চয় তোমাদের রক্ত, তোমাদের ধন-সম্পদ, তোমাদের ইজ্জত-আব্রু তোমাদের পরস্পরের জন্য হারাম।’ [সহিহ বুখারি, হাদিস: ৬৭]
এক্ষেত্রে আপনারা এ নিয়ম করতে পারেন যে, কেউ যথাসময়ে টাকা না দিলে সে যখন টাকা দিতে আসবে তখন তার কাছ থেকে অগ্রীম দুই তিন মাসের টাকা নিয়ে নিবেন। অথবা কয়েক মাস এমন বিলম্ব করলে তার সদস্যপদ বাতিল করতে পারেন। সেক্ষেত্রে বছরান্তে লভ্যাংশসহ (যদি থাকে) তার টাকা ফেরত দিয়ে দিতে হবে।
আলবাহরুর রায়েক ৫/৪১; ফাতাওয়া হিন্দিয়া ২/১৬৭; রদ্দুল মুহতার ৪/৬১-৬২, ৬/৩৮৫; শরহুল মাজাল্লাহ ১/২৬৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم