প্রশ্ন
আমরা যে জানাযার নামাজে দ্বিতীয় তাকবীরের পর দরূদ পড়ে থাকি, তা কি প্রমাণিত?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জ্বি, তা হাদিস দ্বারা প্রমাণিত। হাদিস শরিফে এসেছে,
أَنَّ رَجُلًا سَأَلَ أَبَا هُرَيْرَةَ كَيْفَ تُصَلِّي عَلَى الْجِنَازَةِ؟ فَقَالَ أَبُو هُرَيْرَةَ: فَإِذَا وُضِعَتْ كَبَّرْتُ، وَحَمِدْتُ اللَّهَ. وَصَلَّيْتُ عَلَى نَبِيِّهِ
‘জনৈক ব্যক্তি আবু হুরায়রা (রা.)-কে জিজ্ঞাসা করল, আপনি কিভাবে জানাযার নামাজ পড়ে থাকেন? আবু হুরায়রা (রা.) বললেন, আমি তোমাকে অবশ্যই জানাচ্ছি, … যখন লাশকে রাখা হয়, তখন আমি তাকবীর বলি ও সানা (আল্লাহর প্রশংসা) পাঠ করি। এরপর রাসূল (সা.)-এর প্রতি দরূদ পাঠ করি।’ [মুয়াত্তা মালিক, হাদিস: ১৭]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم