প্রশ্ন
একটি বইয়ে পেলাম, হাদিসে আছে, আজানের সময় কথা বললে ঈমান চলে যাওয়ার আশংকা দেখা দেয়। জানতে চাচ্ছি, এটা কি আসলেই হাদিস?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, উক্ত বক্তব্যটি হাদিস নয়। বরং বানোয়াট ও ভিত্তিহীন কথা। কাশফুল খফা গ্রন্থে এসেছে,
من تكلم عند الأذان خيف عليه زوال الإيمان
قال الصغاني موضوع
‘যে ব্যক্তি আজানের সময় কথা বলবে, তার ঈমান চলে যাওয়ার আশংকা দেখা দিবে।
আল্লামা সাগানী (রহ.) একে জাল বলেছেন।’ [কাশফুল খফা, বর্ণনা: ২৩৭০, ২/২২৬ ]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم