প্রশ্ন
অনেককে দেখা যায়, কোনো সম্মানিত ব্যক্তির সাথে সাক্ষাতকালে তার হাতে সাক্ষাতপ্রার্থী কপাল ঠেকিয়ে থাকে। জানতে চাচ্ছি, এভাবে হাতে মাথা ঠেকিয়ে সেজদার মত করা বৈধ হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা বৈধ নয়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
ألا فلا تتخذوا القبور مساجد
‘সাবধান! তোমরা আমার কবরকে সেজদার স্থান বানিয়ো না।’ [সহিহ মুসলিম, ১/২০১]
আরেক হাদিসে এসেছে,
عن أنس بن مالك، قال: قال رجل: يا رسول الله الرجل منا يلقى أخاه أو صديقه أينحني له؟ قال: لا، قال: أفيلتزمه ويقبله؟ قال: لا، قال: أفيأخذ بيده ويصافحه؟ قال: نعم
‘আনাস ইবনে মালিক (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, কোন একসময় জনৈক ব্যক্তি প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল! আমাদের কোনো ব্যক্তি তার ভাই কিংবা বন্ধুর সাথে দেখা করলে সে কি তার সামনে ঝুঁকে (নত) যাবে? তিনি বললেন, না। সে আবার প্রশ্ন করল, তাহলে কি সে গলাগলি করে তাকে চুমু খাবে? তিনি বললেন, না। সে এবার বলল, তাহলে সে তার হাত ধরে মুসাফাহা (করমর্দন) করবে? তিনি বললেন, হ্যাঁ।’ [সুনানে তিরমিযি, হাদিস: ২৭২৮]
সাক্ষাতের সময় সম্মানিত ব্যক্তির হাতে সেজদার মত মাথা নোয়ানোও এক প্রকারের সেজদা। কাজেই এভাবে মাথা নোয়ানো বৈধ হবে না।
তাফসিরে রুহুল মাআনি ১/৩২৫-৩২৬; তাফসিরে ইবনে কাসির ২/৪৪৮; ফাতওয়ায়ে হিন্দিয়া ৫/৪২৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم