প্রশ্ন
আমি একটি বইয়ে পড়েছিলাম, ইমাম মাহদীর আগমনের আগে আরব দেশে তুষারপাত হবে। জানতে চাচ্ছি, হাদিসে কি এমন কোনো রেফারেন্স আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
একটি হাদিসে এসেছে যে, রাসূল (সা.) সাহাবায়ে কেরামকে বরফে হামাগুড়ি দিয়ে হলেও ইমাম মাহদীর সাথে যুদ্ধে শরিক হতে বলেছেন। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
يَقْتَتِلُ عِنْدَ كَنْزِكُمْ ثَلاَثَةٌ كُلُّهُمُ ابْنُ خَلِيفَةٍ ثُمَّ لاَ يَصِيرُ إِلَى وَاحِدٍ مِنْهُمْ ثُمَّ تَطْلُعُ الرَّايَاتُ السُّودُ مِنْ قِبَلِ الْمَشْرِقِ فَيَقْتُلُونَكُمْ قَتْلاً لَمْ يُقْتَلْهُ قَوْمٌ . ثُمَّ ذَكَرَ شَيْئًا لاَ أَحْفَظُهُ فَقَالَ فَإِذَا رَأَيْتُمُوهُ فَبَايِعُوهُ وَلَوْ حَبْوًا عَلَى الثَّلْجِ فَإِنَّهُ خَلِيفَةُ اللَّهِ الْمَهْدِيُّ
‘তোমাদের একটি খনিজ সম্পদের নিকট পরপর তিনজন খলীফার পুত্র নিহত হবে। তাদের কেউ সেই খনিজ সম্পদ দখল করতে পারবে না। অতঃপর প্রাচ্যদেশ থেকে কালো পতাকা উড্ডীন করা হবে। তারা তোমাদেরকে এত ব্যাপকভাবে হত্যা করবে যে, ইতোপূর্বে কোন জাতি তদ্রূপ করেনি। অতঃপর তিনি রাসূলুল্লাহ (সা.) আরও কিছু বলেছেন, যা আমার মনে নাই। তিনি আরো বলেন, তাকে আত্মপ্রকাশ করতে দেখলে তোমরা বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তার সাথে যোগদান করো। কারণ সে আল্লাহর খলীফা মাহ্দী।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৪০৮৪]
তবে আরবদেশ তুষারপাত হবে- এমন স্পষ্ট শব্দে হাদিসে কোনো ভবিষ্যতবাণী বর্ণিত হয়নি। তাই সুনিশ্চিতভাবে এমনটি বলা যাচ্ছে না। হাদিসে যেহেতু বরফে হামাগুড়ি দিয়ে যোগদানের কথা বলা হয়েছে। হতে পারে যে, ইমাম মাহদীর আগমনের আগে আরবদেশে তুষারপাত হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم