প্রশ্ন
আমি মহিলা মাদরাসার একজন ছাত্রী। জানতে চাচ্ছি, হায়েজ চলাকালে কুরআন তরজমা পরীক্ষা দেওয়া যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হায়েজা নারীদের জন্য কুরআন মাজিদ পাঠ করা ও স্পর্শ করা বৈধ নয়। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
لَا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ
‘পবিত্রতা অর্জনকারী ব্যতীত কেউ তা (কুরআন) স্পর্শ করতে পারে না।’ [সূরা ওয়াকেয়া, আয়াত: ৭৯; আহকামুল কুরআন, জাসসাস]
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
لا يَمَسَّ الْقُرْآنَ إِلاَّ طَاهِرٌ
‘পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কুরআন স্পর্শ করবে না।’ [সুনানে দারাকুতনী, হাদিস: ৪৩৯]
এক্ষেত্রে আপনি কুরআনের আয়াত পাঠ করা ছাড়া এবং স্পর্শ করা ছাড়া পরীক্ষা দিতে পারবেন। এতে কোনো সমস্যা নেই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم