প্রশ্ন
إِنَّ الإِيمَانَ لَيَأْرِزُ إِلَى الْمَدِينَةِ – হাদিসটির ব্যাখ্যা কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নিম্নে হাদিসটির পূর্ণাঙ্গ অংশ উল্লেখ করছি। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
إِنَّ الإِيمَانَ لَيَأْرِزُ إِلَى الْمَدِينَةِ كَمَا تَأْرِزُ الْحَيَّةُ إِلَى جُحْرِهَا
‘ঈমান মদিনাতে ফিরে আসবে যেমন সাপ তার গর্তে ফিরে আসে।’ [সহিহ বুখারি, হাদিস: ১৮৭৬]
মুহাদ্দিসিনগণ উক্ত হাদিসের বিভিন্ন ব্যাখ্যা করেছেন। তবে প্রসিদ্ধ দুইটি ব্যাখ্যা এ ব্যাপারে উল্লেখ করা যেতে পারে:
১. হাদিসটিতে দাজ্জাল আত্মপ্রকাশের সময়কালের কথা বলা হয়েছে যে, দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে তখন তার ফেতনা থেকে বাঁচার জন্য মুমিন ব্যক্তিরা মদিনায় গিয়ে আশ্রয় নিবে। কারণ, দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না। হাদিসে ইমান দ্বারা আহলে ঈমান তথা মুমিন ব্যক্তি উদ্দেশ্য।
২. রাসূল (সা.), তাবেয়ী ও তাবে তাবেয়ীনদের যুগ মদিনা যে ছিল ঈমান ও আমলের কেন্দ্রবিন্দু এতে কোনো সন্দেহ নেই। তাদের অন্তর্ধানের পরও আহলে ঈমান তথা মুমিন ব্যক্তিরা যিয়ারত ও ইলম হাসিলের জন্য আগমন করে থাকে। যেন মদিনা এখনও ঈমান ও আমলের কেন্দ্রবিন্দু হয়ে আছে।
ফাতহুল মুলহিম ২/১৭৬-১৭৭; উমদাতুল কারী ১০/২৪০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم