প্রশ্ন
একটি হাদিসে দেখতে পেলাম, রাসূল (সা.) রাস্তায় বসতে নিষেধ করেছেন। জানতে চাচ্ছি, রাস্তায় বসলে কি তাহলে গুনাহ হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রাস্তার কিছু হক রয়েছে। সেগুলো আদায় করা হলে রাস্তায় বসতে কোনো সমস্যা নেই। হাদিস শরিফে এসেছে,
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ” إِيَّاكُمْ وَالْجُلُوسَ بِالطُّرُقَاتِ ”. فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ مَا لَنَا مِنْ مَجَالِسِنَا بُدٌّ نَتَحَدَّثُ فِيهَا. فَقَالَ ” إِذَا أَبَيْتُمْ إِلاَّ الْمَجْلِسَ فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهُ ”. قَالُوا وَمَا حَقُّ الطَّرِيقِ يَا رَسُولَ اللَّهِ قَالَ غَضُّ الْبَصَرِ، وَكَفُّ الأَذَى، وَرَدُّ السَّلاَمِ، وَالأَمْرُ بِالْمَعْرُوفِ وَالنَّهْىُ عَنِ الْمُنْكَرِ
‘আবু সাঈদ খুদরী (রা.) হতে বর্ণিত যে, একবার রাসূল (সা.) বললেন, তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো। তারা বলল, হে আল্লাহর রাসূল! আমাদের রাস্তায় বসা ব্যতীত গত্যন্তর নেই, আমরা সেখানে কথাবার্তা বলি। তখন তিনি বললেন, যদি তোমাদের রাস্তায় মজলিস করা ব্যতীত উপায় না থাকে, তবে তোমরা রাস্তার হক আদায় করবে। তারা বলল, হে আল্লাহর রাসূল! রাস্তার হক কী? তিনি বললেন, তা হলো চক্ষু অবনত রাখা, কাউকে কষ্ট দেয়া থেকে বিরত থাকা। সালামের জবাব দেয়া এবং সৎকাজের নির্দেশ দেয়া আর অসৎকাজ থেকে নিষেধ করা।’ [সহিহ বুখারি, হাদিস: ৬২২৯]
তবে হাদিসের এ নিষেধাজ্ঞা মাকরূহে তানযিহি পর্যায়ের। হারাম বা মাকরূহে তাহরিমীর পর্যায়ের না। ইবনে হাজার আসকালানী (রহ.) বলেন,
وَقَدْ تَبَيَّنَ مِنْ سِيَاقِ الْحَدِيثِ أَنَّ النَّهْيَ عَنْ ذَلِكَ لِلتَّنْزِيهِ
‘উক্ত হাদিসের বর্ণনাভঙ্গি থেকেই বুঝা যায় যে,এখানে নিষেধাজ্ঞা তানযিহি পর্যায়ের।’ [ফাতহুল বারী ৫/১১৩]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم