প্রশ্ন
জনৈক ব্যক্তির উপর হজ্ব ফরজ ছিল। তখন সে শরীরিকভাবে সুস্থ ছিল। তারপরও সে হজ্ব করেনি। বর্তমানে এক দুর্ঘটনায় সে অন্ধ। জানতে চাচ্ছি, তার উপর হজ্ব কি এখনো ফরজ থাকবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হজ্ব ফরজ হওয়ার অন্যতম একটি শর্ত হল, আর্থিক সক্ষমতার পাশাপাশি শরীরিকভাবেও পূর্ণ সুস্থ থাকা। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا
‘সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বায়তুল্লাহর হজ্জ করা ফরজ।’ [সূরা আলে ইমরান, আয়াত: ৯৭]
অন্ধত্ব শরীরিকভাবে পূর্ণাঙ্গ সুস্থতার জন্য প্রতিবন্ধক হলেও তার উপর হজ্ব ফরজ হয়েছিল সুস্থাবস্থায়। কাজেই সুস্থাবস্থায় ফরজ হওয়া হজ্ব এখনো তারপর উপর ফরজ হিসেবেই বাকি থাকবে। সে হিসেবে সে নিজে কোনো ব্যক্তির সাহায্য নিয়ে হজ্ব করবে কিংবা কাউকে বদলী হিসেবে পাঠাবে।
রদ্দুল মুহতার ২/৫৯৮; ফাতওয়া হিন্দিয়া ১/২৫৭; আল ফিকহুল ইসলামি ৩/২০৯৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم