প্রশ্ন
রাসূল (সা.)-এর রওজার সামনে গিয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ বলা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জ্বি, রাসূল (সা.)-এর রওজার সামনে গিয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ বলা যাবে। কারণ, রাসূল (সা.) তাঁর কবরে জীবিত আছেন। হাদিস শরিফে এসেছে,
عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: مِنَ السُّنَّةِ أَنْ تَأْتِيَ قَبْرَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ قِبَلِ الْقِبْلَةِ، وَتَجْعَلَ ظَهْرَكَ إِلَى الْقِبْلَةِ، وَتَسْتَقْبِلَ الْقَبْرَ لِوَجْهِكَ، ثُمَّ تَقُولَ: السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ
‘নাফে (রহ.) থেকে বর্ণিত, ইবনে উমর (রা.) বলেন, সুন্নত হল, তুমি রাসূল (সা.)-এর রওজায় কেবলার দিক থেকে প্রবেশ করবে। তোমার পিঠ কেবলার দিকে রাখবে। রওজাকে তোমার সম্মুখে রাখবে। তারপর বলবে, আসসালামু আলাইকা আইয়্যুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।’ [মুসনাদে আবু হানীফা, হাদিস: ৩৭]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم