প্রশ্ন
কিছু ভাইকে দেখলাম, তারা বলে থাকে, তাবলীগের সফরে বের হলে হিজরতের সওয়াব পাওয়া যাবে। জানতে চাচ্ছি, কুরআন হাদিসে এ সম্পর্কে কোনো রেফারেন্স আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
দারুল কুফুর থেকে দারুল ইসলামে হিজরত করার বিধান মক্কা বিজয়ের পর রহিত হয়ে গিয়েছে। কাজেই কেউ যদি বর্তমানে দারুল কুফর থেকে হিজরতও করে তারপরও সে উক্ত সওয়াব লাভ করবে না।
দাওয়াত ও তাবলীগও আল্লাহর রাস্তা। কিন্তু সেই তাবলীগে বের হলে হিজরতের সওয়াবের হবে- এমনটি বলা বাড়াবাড়ি ও গুমরাহী। এগুলো ভিত্তিহীন ও প্রমাণহীন বক্তব্য। কাজেই এ জাতীয় কথা বলা থেকে বিরত থাকা আবশ্যক।
আল মুজামুল কাবীর, হাদিস: ২৮২, ১৯৫; তাফসীরে বাগাবী ১/৪৬৯; তাফসীরে আহমাদি, পৃ. ২০২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم