প্রশ্ন
আমি আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে জেনেছি, শুক্রবারে সূরা কাহফ পাঠের অনেক ফজিলত রয়েছে। জানতে চাচ্ছি, সূরা কাহফ কি এক বসায় পাঠ করতে হবে, নাকি ভিন্ন ভিন্ন বৈঠকে একাধিকবার পাঠ করে শেষ করলেও এই ফজিলত লাভ হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শুক্রবারের যে কোনো সময়ে সূরা কাহফ পাঠ করলে হাদিসে বর্ণিত ফজিলত লাভ হবে। বৃহস্পতিবার দিবাগত রাত হোক বা শুক্রবার দিন। এ ব্যাপারে উভয় ধরনের হাদিসই পাওয়া যায়। হাদিস শরিফে এসেছে,
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ مَنْ قَرَأَ سُورَةَ الْكَهْفِ لَيْلَةَ الْجُمُعَةِ أَضَاءَ لَهُ مِنْ النُّورِ فِيمَا بَيْنَهُ وَبَيْنَ الْبَيْتِ الْعَتِيقِ
‘আবু সাঈদ খুদরী (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ পাঠ করবে, তার জন্য তার ও বাইতুল আতিক্ব (কা’বা)-এর মধ্যবর্তী জায়গা নূরে আলোকিত হয়ে যাবে।’ [সুনানে দারেমী, হাদিস: ৩৪৫০]
অপর আরেকটি হাদিসে এসেছে,
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ قَرَأَ سُورَةَ الْكَهْفِ فِي يَوْمِ الْجُمُعَةِ أَضَاءَ لَهُ مِنَ النُّورِ مَا بَيْنَ الْجُمُعَتَيْنِ
‘আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ পড়বে তার জন্য এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আলোকোজ্জ্বল হবে।’ [সুনানে কুবরা, বায়হাকী, হাদিস: ৫৯৯৬]
উপরোক্ত কোনো হাদিসেই এক বৈঠকে পাঠ করার কথা উল্লেখ করা হয়নি। কাজেই ভিন্ন ভিন্ন বৈঠকে একাধিকবার পাঠ করে শেষ করলেও উক্ত ফজিলত লাভ হবে ইনশাআল্লাহ।
ফয়যুল কাদীর ৬/১৯৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم