প্রশ্ন
الدنيا جيفة، وطلابها كلاب– এটি কি হাদিস?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, উক্ত বক্তব্যটি কোনো হাদিস নয়। মুহাদ্দিসিনগণ এই শব্দে এটিকে বানোয়াট বলেছেন। আল্লামা আজলুনী (রহ.) তার কিতাবে লিখেন,
قال الصغاني موضوع، أقول وإن كان معناه صحيحا لكنه ليس بحديث، وقال النجم ليس بهذا اللفظ في المرفوع
‘ইমাম সাগানী (রহ.) বলেন, হাদিসটি জাল। আমি বলি, বাক্যটির অর্থ বিশুদ্ধ ও সঠিক। তবে তা হাদিস নয়। নাজম (রহ.) বলেন, এই শব্দে মারফু কোনো হাদিস নেই।’ [কাশফুল খফা ১/৪০৯]
কেউ কেউ এটিকে আলী (রা.)-এর বক্তব্য বলার চেষ্টা করেছেন। তবে সেটিও বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয়।
আল মাউজুআত লিস সাগানী, পৃ. ৩৮, বর্ণনা: ৩৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم