প্রশ্ন
বক্তাদেরকে একটি ঘটনা বলতে শোনা যায় যে, উহুদ যুদ্ধে রাসূল (সা.)-এর দানদান মোবারক শহিদ হওয়ার সংবাদ শুনে উয়াইস করনি তার দাঁত ভেঙ্গে ফেলে। জানতে চাচ্ছি, উক্ত ঘটনা কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
উক্ত ঘটনার কোনো ভিত্তি নেই। হাদিসের কোনো কিতাবে উক্ত ঘটনা খুঁজে পাওয়া যায় না। মোল্লঅ আলী কারী বলেন,
‘উক্ত ঘটনাটি প্রমাণিত নয়।’ [আলবুরহানুল জালি ফী তাহকীকি ইনতিসাবিস সুফিয়্যাতি ইলা আলী, পৃ. ১৬৪-১৬৫]
তবে তিনি একজন প্রখ্যাত তাবেয়ী ছিলেন। রাসূল (সা.)-এর যুগ পেয়েছিলেন। কিন্তু অন্ধ মায়ের সেবার কারণে রাসূল (সা.)-এর সাথে সাক্ষাত লাভ হয়নি। তবে বড় বড় সাহাবীদের সাথে তার সাক্ষাত হয়েছিল। সহিহ হাদিস দ্বারা এ বিষয়গুলো প্রমাণিত।
সুতরাং তার মর্যাদা বর্ণনা করতে কোনো ভিত্তিহীন বক্তব্য উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। বিভিন্ন সহিহ হাদিস দ্বারাই তার মর্যাদার বিষয়টি প্রমাণিত।
সহিহ মুসলিম, হাদিস: ২৫৪২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم