প্রশ্ন
আমি ইহইয়াউ উলুমিদ্দিন বইয়ে পেলাম, রজব মাসের রোজা ও বিশেষ এক ধরনের নামাজ আছে। এই রোজা ও বিশেষ নামাজের দ্বারা বান্দার সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। জানতে চাচ্ছি, বিষয়টি কতটুকু সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইহইয়াউ উলুমিদ্দিন কিতাবে রজব মাসের রোজা ও বিশেষ নামাজ সম্পর্কিত যে আলোচন করা হয়েছে তা ভিত্তিহীন। সে সম্পর্কে উল্লিখিত হাদিসগুলোও জাল ও বানোয়াট। ইমাম নববি (রহ.) বলেন,
الصَّلَاةُ الْمَعْرُوفَةُ بصلاة الرغائب وهي ثنتى عَشْرَةَ رَكْعَةً تُصَلَّى بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ لَيْلَةَ أَوَّلِ جُمُعَةٍ فِي رَجَبٍ وَصَلَاةُ لَيْلَةِ نِصْفِ شَعْبَانَ مِائَةُ رَكْعَةٍ وَهَاتَانِ الصَّلَاتَانِ بِدْعَتَانِ وَمُنْكَرَانِ قَبِيحَتَانِ وَلَا يُغْتَرُّ بِذَكَرِهِمَا فِي كِتَابِ قُوتِ الْقُلُوبِ وَإِحْيَاءِ عُلُومِ الدِّينِ وَلَا بِالْحَدِيثِ الْمَذْكُورِ فِيهِمَا فَإِنَّ كُلَّ ذَلِكَ بَاطِلٌ
‘সালাতুর রাগায়েব নামে যে নামাজটি পরিচিত, তা হল রজব মাসের প্রথম শুক্রবার মাগরিব থেকে এশার মাঝামাঝি বার রাকাত নামাজ পড়া এবং অর্ধ শাবানের একশ রাকাত নামাজ, এগুলো বিদআত, অপছন্দনীয় ও মন্দ কাজ। কুতুল কুলুব ও ইহইয়াউ উলুমিদ্দিন কিতাবে এই দুই নামাজের উল্লেখ এবং এ সম্পর্কে বর্ণিত হাদিসগুলোর কারণে কেউ যেন ধোঁকায় না পড়ে। কারণ সে সবগুলো হাদিস জাল ও বাতিল।’ [আল মাজমু শরহুল মুহাযযাব ৪/৫৬]
ইবনে রজব হাম্বলী (রহ.) তার কিতাবে লিখেন,
‘আর রজব মাসকে কেন্দ্র করে বিশেষ রোজার কোনো ফজিলত রাসূল (সা.) ও সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়নি।’ [লাতায়িফুল মাআরিফ পৃ. ১১৮]
কাজেই এ সকল বিষয়ের উপর আমল করা থেকে বিরত থাকা জরুরি।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم