প্রশ্ন
পড়াশোনার স্বার্থে ব্যাঙ কাটা যাবে কি? আমাদের কলেজে বায়োলজি ক্লাসে ব্যাঙ কাটানো হয়। জানতে চাচ্ছি, উক্ত কাজ কি আমার জন্য বৈধ হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
পড়াশোনার স্বার্থে ব্যাঙ কাটা বৈধ। যেহেতু সেক্ষেত্রে মানুষের কল্যাণের দিকটি প্রবল থাকে।
সুতরাং পড়াশোনার স্বার্থে আপনি ব্যাঙ কাটতে পারবেন।
আল আশবাহ পৃ. ৯৪; ফাতওয়ায়ে হিন্দিয়া ৫/৩৬০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم