প্রশ্ন
কিছুদিন আগে একজনকে বলতে শুনলাম, মসজিদে কেউ কথা বললে ফেরেশতারা উক্ত ব্যক্তিকে ধমক দিয়ে বলে, হে আল্লাহর দুশমন, তুই চুপ কর। জানতে চাচ্ছি, এ ব্যাপারে কোনো হাদিস আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
এ জাতীয় কোনো হাদিস হাদিসের কোনো কিতাবে বর্ণিত হয়নি। কাজেই এ কথার কোনো ভিত্তি শরিয়তে নেই। তবে মসজিদে দুনিয়াবি কথা বলা বা দুনিয়াবি কোনো কাজ করা শরিয়তের দৃষ্টিতে হারাম। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
إِنَّ هَذِهِ الْمَسَاجِدَ لَا تَصْلُحُ لِشَيْءٍ مِنْ هَذَا الْبَوْلِ، وَلَا الْقَذَرِ إِنَّمَا هِيَ لِذِكْرِ اللهِ عَزَّ وَجَلَّ، وَالصَّلَاةِ وَقِرَاءَةِ الْقُرْآنِ
‘এই সকল মসজিদ পেশাব এবং মন্দ কর্মের স্থান নয়। বরং মসজিদ হল, আল্লাহর জিকির, নামাজ এবং কুরআন তেলাওয়াতের স্থান।’ [সহিহ মুসলিম, হাদিস: ২৮৫]
সুতরাং মসজিদে গিয়ে কথা বলা কোনোক্রমেই উচিৎ নয়।
রদ্দুল মুহতার ২/৪৩৩-৪৩৪; হালবী ক্বাবীর পৃ. ৩৫৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم