প্রশ্ন
তাহনীক অর্থ কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
তাহনীক শব্দের অর্থ হল, খেজুর বা কোনো মিষ্টান্ন বস্তু কোনো সুস্থ ব্যক্তি চিবিয়ে সেটি সদ্য ভূমিষ্ট বাচ্চার জিহ্বায় ঘষে দেওয়া।
কোনো আল্লাহ ওয়ালা ব্যক্তির মাধ্যমে তাহনীক করানো সুন্নত। একাধিক হাদিসে তাহনীক করার বিষয়টি বর্ণিত হয়েছে। হাদিস শরিফে এসেছে,
‘আসমা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, তখন তাঁর পেটে ছিলেন আবদুল্লাহ ইবনে যুবায়ের। তিনি বলেন, আমি এমন সময় হিজরত করি যখন আমি আসন্ন প্রসবা। আমি মদিনায় এসে কুবাতে অবতরণ করি। এ কুবায়ই আমি পুত্র সন্তানটি প্রসব করি। এরপর আমি তাকে নিয়ে রাসূল (সা.)-এর কাছে এসে তাঁর কোলে দিলাম। তিনি একটি খেজুর আনালেন এবং তা চিবিয়ে তার মুখে থুথু দিলেন। কাজেই সর্বপ্রথম যে বস্তুটি আবদুল্লাহর পেটে গেল তা হল রাসূল (সা.)-এর থুথু। রাসূল (সা.) সামান্য চিবানো খেজুর নবজাতকের মুখের ভিতরের তালুর অংশে লাগিয়ে দিলেন। এরপর তার জন্য দোয়া করলেন এবং বরকত চাইলেন। তিনি হলেন প্রথম নবজাতক সন্তান যিনি হিজরতের পর মুসলিম পরিবারে জন্মলাভ করেন।’ [সহিহ বুখারি, হাদিস: ৩৯০৯]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم