প্রশ্ন
একটি বইয়ে পেলাম, হাদিসে এসেছে, আলেমদের কলমের কালি শহিদদের রক্তের চেয়ে মূল্যবান। জানতে চাচ্ছি, এটি কি আসলেই হাদিস?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, উক্ত বাক্যটি কোনো হাদিস নয়। বরং ইমাম সাখাবী (রহ.) উক্ত বাক্যটিকে হাসান বসরী (রহ.)-এর বক্তব্য বলে উল্লেখ করেছেন।
কাজেই যেটি হাদিস নয় তা হাদিস হিসেবে উল্লেখ করা কোনোক্রমেই উচিৎ নয়।
আল মাকাসিদুল হাসানা, পৃ. ৫৯৫, হাদিস: ১০০৫; আল লাআলিল মানছূরাহ, পৃ. ১০১, হাদিস: ১০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم