প্রশ্ন
রাসূল (সা.)-এর শরীরের রক্ত কি নাপাক ছিল? একটি বইয়ে পেলাম, একজন সাহাবী রাসূল (সা.)-এর রক্ত পান করেছিলেন। নাপাক হলে তিনি কিভাবে তা পান করলেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
একটি সহিহ হাদিসে রক্ত পানের বিষয়টি এসেছে। হাদিস শরিফে এসেছে,
عن عبد الله بن زبير أَنَّهُ أَتَى النَّبِيَّ ﷺ وَهُوَ يَحْتَجِمُ، فَلَمَّا فَرَغَ قَالَ: يَا عَبْدَ اللَّهِ، اذْهَبْ بِهَذَا الدَّمِ فَأَهْرِقْهُ حَيْثُ لَا يَرَاكَ أَحَدٌ ، فَلَمَّا بَرَزْتُ عَنْ رَسُولِ اللَّهِ ﷺ عَمَدْتُ إِلَى الدَّمِ فَحَسَوْتُهُ، فَلَمَّا رَجَعْتُ إِلَى النَّبِيِّﷺ قَالَ: مَا صَنَعْتَ يَا عَبْدَ اللَّهِ؟ قَالَ: جَعَلْتُهُ فِي مَكَانٍ ظَنَنْتُ أَنَّهُ خَافٍ عَلَى النَّاسِ، قَالَ: فَلَعَلَّكَ شَرِبْتَهُ؟ قُلْتُ: نَعَمْ، قَالَ: وَمَنْ أَمَرَكَ أَنْ تَشْرَبَ الدَّمَ؟ وَيْلٌ لَكَ مِنَ النَّاسِ، وَوَيْلٌ لِلنَّاسِ مِنْكَ
আব্দুল্লাহ ইবনে যুবাইর (রা.) বর্ণনা করেন যে, তিনি রাসূল (সা.)-এর কাছে আসলেন, তখন রাসূল (সা.) শিঙ্গা দিচ্ছিলেন। যখন তিনি অবসর হলেন, তখন বললেন, হে আব্দুল্লাহ! রক্তগুলো নিয়ে যাও এবং এমনভাবে ঢেলে দাও, যাতে করে কেউ দেখতে না পায়। তারপর তিনি যখন রাসূল (সা.) থেকে দূরে আসলেন তখন ওই রক্তগুলো পান করে নিলেন। রাসূল (সা.) তাকে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ! তুমি রক্তগুলো কী করেছ? তিনি উত্তর দিলেন, আমি সেখানেই লুকিয়ে রেখেছি, আমার ধারণা মতে, লোকেরা যেখানে তা দেখবে না। তখন রাসূল (সা.) বললেন, মনে হয়, তুমি রক্তগুলো পান করে নিয়েছ? তিনি উত্তর দিলেন, হ্যাঁ। তখন রাসূল (সা.) বললেন, তোমাকে কে বলেছে রক্ত পান করতে? তোমার পক্ষ থেকে মানুষের জন্য আফসোস এবং মানুষের পক্ষ থেকে তোমার জন্য আফসোস।’ [মুসতাদরাকে হাকেম, হাদিস: ৬৩৪৩]
স্বাভাবিক অবস্থায় রক্ত নাপাক। তবে এ হাদিসের ব্যাখ্যায় কোনো কোনো ফকীহ বলেন, রাসূল (সা.)-এর শরীর থেকে যা কিছু বের হয় যেমন, রক্ত, ঘাম, থুথু, পেশাব, পায়খানা ইত্যাদি পবিত্র। এটি শুধু রাসূল (সা.)-এর বৈশিষ্ট্য। অন্য কারো জন্য নয়। সুতরাং সাহাবায়ে কেরাম যে রাসূল (সা.)-এর রক্ত পান করেছিলেন তা হারাম ছিল না।
তানকীহুল ফাতাওয়া ২/৩৩১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم