প্রশ্ন
বেতেরের নামাজের তৃতীয় রাকাতে রুকু থেকে উঠার পর যদি দোয়ায়ে কুনুতের কথা স্মরণ হয় তাহলে করণীয় কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বিতর নামাজে দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব। আর নামাজে কোনো ওয়াজিব ভুলবশত ছুটে গেলে সাহু সেজদা দিতে হয়। হাদিস শরিফে এসেছে,
عَنِ الْحَسَنِ قَالَ: مَنْ نَسِيَ الْقُنُوتَ فِي الْوِتْرِ سَجَدَ سَجْدَتَيِ السَّهْوِ قَالَ سُفْيَانُ رَحِمَهُ اللهُ: وَبِهِ نَأْخُذُ
‘হাসান (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, কেউ যদি বেতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়তে ভুলে যায় তাহলে সে সাহু সেজদা দিবে। সুফিয়ান (রহ.) বলেন, আমার এরই উপর আমল করি।’ [সুনানে কুবরা, বায়হাকী, হাদিস: ৩৮৭৬]
সুতরাং কেউ যদি রুকুর আগে দোয়ায়ে কুনুত পড়তে ভুলে যায় তাহলে দোয়ায়ে কুনুত আর পড়তে হবে না। বরং নামাজের শেষে সাহু সেজদা দিয়ে দিতে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم