প্রশ্ন
কোনো ব্যক্তি যদি কাপড় পরা অবস্থায় স্ত্রী সহবাস করে তাহলে সেই কাপড় কি নাপাক হয়ে যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সহবাসের সময় বা পরে যদি উক্ত কাপড়ে নাপাকি বা বীর্য লেগে যায় তাহলে সেই কাপড় নাপাক হয়ে যাবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,
يَا عَمَّارُ ، إِنَّمَا يُغْسَلُ الثَّوْبُ مِنْ خَمْسٍ : مِنَ الْغَائِطِ ، وَالْبَوْلِ ، وَالْقَيْءِ ، وَالدَّمِ ، وَالْمَنِيِّ
‘হে আম্মার! পাঁচটি জিনিস থেকে কাপড় ধৌত করা প্রয়োজন: বিষ্ঠা, পেশাব, বমি, রক্ত ও বীর্য।’ [সুনানে দারাকুতনী, হাদিস: ৪৫০]
কিন্তু উক্ত কাপড়ে যদি নাপাক বা বীর্য না লাগে তাহলে সে কাপড় নাপাক হবে না।
বাদায়েউস সানায়ে ১/৬০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم