প্রশ্ন
আমি শুনেছি, ইহরাম অবস্থায় সুগন্ধী ব্যবহার করা নিষেধ। জানতে চাচ্ছি, ইহরাম অবস্থায় সুগন্ধী খাবার যেমন, বিরিয়ানী ইত্যাদি খাওয়াও কি নিষেধ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইহরাম অবস্থায় সুগন্ধী ব্যবহার বৈধ নয়। হাদিস শরিফে এসেছে,
عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّ رَجُلاً قَالَ يَا رَسُوْلَ اللهِ مَا يَلْبَسُ الْمُحْرِمُ مِنْ الثِّيَابِ قَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم لاَ تَلْبَسُوا الْقُمُصَ وَلاَ الْعَمَائِمَ وَلاَ السَّرَاوِيلاَتِ وَلاَ الْبَرَانِسَ وَلاَ الْخِفَافَ إِلاَّ أَحَدٌ لاَ يَجِدُ النَّعْلَيْنِ فَلْيَلْبَسْ خُفَّيْنِ وَلْيَقْطَعْهُمَا أَسْفَلَ مِنْ الْكَعْبَيْنِ وَلاَ تَلْبَسُوا مِنْ الثِّيَابِ شَيْئًا مَسَّه زَعْفَرَانٌ وَلاَ الْوَرْسُ
‘আবদুল্লাহ ইবনে উমর (রা.) হতে বর্ণিত যে, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল! মুহরিম কী কী পোশাক পরবে? রাসূল (সা.) বললেন, তোমরা জামা, পাগড়ী, পায়জামা, টুপি ও মোজা পরবে না। তবে যার জুতা নেই, সে শুধু মোজা পরতে পারবে, কিন্তু মোজা দু’টি পায়ের গোড়ালির নীচ থেকে কেটে ফেলবে। আর জাফরান ও ওয়ার্স রং লেগেছে, এমন কাপড় পরবে না।’ [সহিহ বুখারি, হাদিস: ৫৮০৩]
জাফরান আর ওয়ার্স সুগন্ধী বস্তু। এ কারণে রাসূল (সা.) তা পরিধান করতে নিষেধ করেছেন।
তবে খাবারের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা বর্ণিত হয়নি যে, সুগন্ধী খাবার খাওয়া যাবে না। সুতরাং সুগন্ধী খাবার খেতে কোনো অসুবিধা নেই।
তবে রান্না করার পর পৃথকভাবে খাবারে সুগন্ধী যোগ করা থেকে বিরত থাকতে হবে। কারণ সালাফগণ বিষয়টি অপছন্দ করতেন। হাদিস শরিফে এসেছে,
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ ، عَنْ أَبِيهِ ؛ أَنَّهُ كَرِهَ الزَّعْفَرَانَ عَلَى الطَّعَامِ لِلْمُحْرِمِ.
‘বিখ্যাত তাবেয়ী হযরত কাসেম (রহ.) মুহরিমের জন্য খাবারের সাথে সুগন্ধি জাফরান খাওয়া অপছন্দ করতেন।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৩২৭৮]
ফাতাওয়া হিন্দিয়া ১/২৪১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم