প্রশ্ন
নবজাতকের বাম কানে কি ইকামাত দিতে হয়?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নবজাতকের ডান কানে আযান ও বাম কানে ইকামাত দেওয়া সুন্নত। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
من ولد له ولد فأذن في أذنه اليمنى وأقام في أذنه اليسرى لم تضره أم الصبيان
‘সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার ডান কানে আযান দেওয়া হলে এবং বাম কানে ইকামাত দেওয়া হলে দুষ্ট জ্বিনেরা তার ক্ষতি করতে পারবে না।’ [মুসনাদে আবী ইয়ালা, হাদিস: ৬৭৮০, শুআবুল ঈমান, হাদিস: ৮৬১৯]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم