প্রশ্ন
কোনো কোনো মুরব্বী বলে থাকেন, ঢিলা নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে। অন্যথায় পবিত্রতা অর্জন হবে না। জানতে চাচ্ছি, এ সম্পর্কে কোনো হাদিস আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
পেশাব পায়খানার পর ঢিলা ব্যবহার করা সুন্নত। হাদিস শরিফে এসেছে,
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ اتَّبَعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَخَرَجَ لِحَاجَتِهِ فَكَانَ لاَ يَلْتَفِتُ فَدَنَوْتُ مِنْهُ فَقَالَ ابْغِنِي أَحْجَارًا أَسْتَنْفِضْ بِهَا، أَوْ نَحْوَهُ، وَلاَ تَأْتِنِي بِعَظْمٍ، وَلاَ رَوْثٍ فَأَتَيْتُهُ بِأَحْجَارٍ بِطَرَفِ ثِيَابِي فَوَضَعْتُهَا إِلَى جَنْبِهِ وَأَعْرَضْتُ عَنْهُ فَلَمَّا قَضَى أَتْبَعَهُ بِهِنَّ
‘আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, ‘আমি নবী (সা.) সাথে ছিলাম আর তিনি প্রাকৃতিক প্রয়োজনে বের হলেন। তখন তিনি এদিক ওদিক তাকালেন না। আমি তার নিকটবর্তী হলাম। তিনি বললেন, কিছু পাথর কিংবা এ জাতীয় কোন বস্তু নিয়ে আস, তা দ্বারা আমি ইস্তেনজা করব। হাড় কিংবা গোবর নিয়ে আসবে না। আমি আমার কাপড়ের আঁচলে কিছু পাথর নিয়ে আসলাম এবং তার পাশে রাখলাম। এরপর সেখান থেকে চলে আসলাম। তিনি যখন তার প্রয়োজন পূর্ণ করলেন তখন সেগুলো ব্যবহার করলেন।’ [সহিহ বুখারি, হাদিস: ১৫৫]
তবে ঢিলা নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে- এ মর্মে কোনো হাদিস আমরা খুঁজে পাইনি। কাজেই ঢিলা নিয়ে এভাবে হাঁটাহাঁটির কোনো প্রয়োজন নেই। বরং প্রত্যেক ব্যক্তিরই পেশাবের ফোঁটা বন্ধ হতে যতটুকু সময় লাগবে ততটুকু সময় নিয়ে ঢিলা ব্যবহার করবে। যেন পরিপূর্ণ পবিত্রতা হাসিল হয়ে যায়।
এছাড়া ঢিলা নিয়ে জনজস্মুখে হাঁটাহাঁটি করা অনেক লজ্জাজনকও। তাই এটি থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم