প্রশ্ন
কোনো ব্যক্তি যদি তার নববিবাহিতা স্ত্রীকে সহবাস এমনকি নির্জনবানের আগেই এক শব্দে তিন তালাক দেয় তাহলে পরবর্তীতে দ্বিতীয়বার তাকে বিয়ে করতে পারবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যদি কোনো ব্যক্তি নির্জনবাস বা সহবাস হওয়ার পূর্বেই তার স্ত্রীকে এক শব্দে তিন তালাক দিয়ে থাকে তাহলে তিন তালাকই পতিত হয়ে যাবে। সেক্ষেত্রে তার স্ত্রী অন্য ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর সে যদি তাকে তালাক দেয় তাহলে আপনার প্রথম ব্যক্তি পুনরায় তাকে বিয়ে করতে পারবে। অন্যথায় নয়। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
فَإِنْ طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِنْ بَعْدُ حَتَّى تَنْكِحَ زَوْجًا غَيْرَهُ فَإِنْ طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَنْ يَتَرَاجَعَا
‘অতএব যদি সে তাকে তালাক দেয় তাহলে সে পুরুষের জন্য হালাল হবে না যতক্ষণ পর্যন্ত ভিন্ন একজন স্বামী সে গ্রহণ না করে। অতঃপর সে (স্বামী) যদি তাকে তালাক দেয়, তাহলে তাদের উভয়ের অপরাধ হবে না যে, তারা একে অপরের নিকট ফিরে আসবে।’ [সূরা বাকারা, আয়াত: ২৩০]
সুতরাং তিন তালাক পতিত হয়ে যাওয়ার কারণে উক্ত নারীর অন্য স্থানে বিয়ে হওয়ার পর সেখান থেকে তালাকপ্রাপ্তা হয়ে ইদ্দত পালন করার পর তার প্রথম স্বামী তাকে পুনরায় বিয়ে করতে পারবে। এর আগে নয়।
রদ্দুল মুহতার ৪/৫১২; আল বাহরুর রায়েক ২/২১৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم