প্রশ্ন
রাসূল (সা.)-এর পর যদি কোনো নবি পাঠানো হত তাহলে কাকে নবি করে পাঠানো হত?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রাসূল (সা.) সর্বশেষ নবি। তাঁর পর আর কোনো নবি আসবে না।
তবে উমর (রা.)-এর ফজিলত বুঝানোর জন্য রাসূল (সা.) বলেছেন যে, তাঁর পর কাউকে নবি করে পাঠানো হলে উমর (রা.)-কে নবি করে পাঠানো হত। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেন,
لَوْ كَانَ بَعْدِي نَبِيٌّ لَكَانَ عُمَرَ بْنَ الْخَطَّابِ
‘আমার পরবর্তীতে কেউ নবি হলে অবশ্যই উমর ইবনুল খাত্তাবই নবী হত।’ [সুনানে তিরমিযী, হাদিস: ৩৬৮৬]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم