প্রশ্ন
জনৈক ব্যক্তি সৌদী প্রবাসী। সে কুরবানীর জন্য একটি পশু ক্রয় করে। কিন্তু ইমার্জেন্সি এক কারণে ঈদের দুইদিন আগে বাংলাদেশে চলে আসে। আসার আগে এক ব্যক্তিকে উক্ত পশু ঈদের দিন কুরবানী করার নির্দেশ দিয়ে আসে। প্রশ্ন হল, তার উক্ত পশু কোন দেশ হিসেবে কুরবানী করবে? কারণ, সৌদীতে যেদিন ১০ তারিখ বাংলাদেশে সেদিন ৯ তারিখ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত বিষয়টি নিয়ে উলামায়ে কেরামের মাঝে মতভেদ রয়েছে। একদল উলামায়ে কেরামের বক্তব্য হল, কুরবানী পশু যে দেশে আছে সে দেশের কুরবানীর দিন জবাই করলে কুরবানী শুদ্ধ হয়ে যাবে।
আরেকদল উলামায়ে কেরামের বক্তব্য হল, উভয় দেশের তারিখে সমন্বয় করে কুরবানী করবে। যেমন, বাংলাদেশের তারিখ হিসেবে যদি কুরবানী করে তাহলে সৌদীতে সেদিন ১১ তারিখ হবে। আর ১১ তারিখ কুরবানী করা বৈধ।
যেহেতু উভয় ধরনের মতই পাওয়া যায় তাই আশা করা যায়, যে মতের উপরই আমল করা হোক না কেন আল্লাহ তাআলা তা কবুল করে নিবেন।
ফাতহুর ক্বাদীর ৯/৫১৯; বাদায়েউস সানায়ে ৪/১৯৮; রদ্দুল মুহতার ৯/৪৬১; হেদায়া ৪/৪৩০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم